শনিবার (১৭ আগস্ট) দুপুরের দিকে উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুনতাহা ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেচু মাঝির বাড়ির মাসুদ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে নিজ বাড়ির পাশে রাস্তা পার হচ্ছিল মুনতাহা। এসময় একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এসআরএস