শনিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বোর্ডের হাট সেনপাড়ায় এ ঘটনা ঘটে। রঞ্জন পার্শ্ববর্তী লালমনিরহাট উপজেলার বড়বাড়ী ইউনিয়নের গযেন চন্দ্র সেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে বোর্ডের হাট সেনপাড়ায় পিসির বাড়িতে বেড়াতে আসে রঞ্জন। দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সে। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এফইএস/আরবি/