শুক্রবার (১৬ আগস্ট) রাতে উপজেলার পাগলা রেলস্টেশনের বৈরাগী বাড়ি এলাকায় শিশুটিকে ধর্ষণের পর পালিয়ে যায় সোহেল।
অভিযুক্ত যুবক ফতুল্লার পাগলার আবুল শরীফের ছেলে।
শিশুটির পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান বাংলানিউজকে জানান, শিশুটির বাবা সিএনজিচালিত অটোরিকশা চালক ও মা গৃহিণী। সোহেল তাদের পাশের বাড়ির ভাড়াটিয়া। দীর্ঘদিন পাশাপাশি থাকায় সোহেল শিশুটিকে ভাতিজি বলে ডাকতো এবং তার ঘরে ডেকে নিয়ে শরীর ম্যাসাজ করাতো।
শুক্রবার রাত ৮টায় শিশুটিকে নিজের ঘরে ডেকে নেয় সোহেল। এরপর কৌশলে শরীর ম্যাসাজের কথা বলে ধর্ষণ করে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সোহেল পালিয়ে যায়। শিশুটির মা সোহেলের ঘরে গিয়ে নিজের সন্তানকে পড়ে থাকতে দেখে চিৎকার করে। এরপর আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এইচএ/