শনিবার (১৭ আগস্ট) বিকেলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর বাংলানিউজকে জানান, শুক্রবার (১৬ আগস্ট) রাতে নিহত আবুল হাসেমের মেয়ে রোকসানা বেগম বাদী হয়ে এজাহার নামীয় ১৯ জনসহ অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন। এ ঘটনায় ইতোমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে, বুধবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাঁঠালডাঙ্গি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের পরিবারের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হন। নিহত তিনজন হলেন- বাবা আবুল হাসেম (৫৫), তার ছেলে জহিরুল ইসলাম (২৫) ও আব্দুর রাশেদের ছেলে আজিবুল হক (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এমএএএম/আরআইএস/