ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
রূপগঞ্জে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সামিন মাহাদী।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পানিতে ডুবে সামিন মাহাদী (১২) নামে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার তারাব পৌরসভার গর্ন্ধবপুর উত্তরপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। মৃত সামিন ওই এলাকার শহীদ আলমের ছেলে ও স্থানীয় গর্ন্ধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।

সামিনের বাবা শহীদ আলম জানান, শনিবার দুপুর ১টায় তার সহপাঠী সোহায়েম, নয়ন, ইমতিয়াজসহ কয়েজনের সঙ্গে বাড়ির সামনে লেকে গোসল করতে নামে। সাঁতার না জানায় সামিন পানিতে তলিয়ে যায়। দুপুর দেড়টার দিকে লেকের পানিতে মাহাদীর মরদেহ ভেসে উঠে। এ সময় আশপাশে লোকজন সামিনকে উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।