শনিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার তারাব পৌরসভার গর্ন্ধবপুর উত্তরপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। মৃত সামিন ওই এলাকার শহীদ আলমের ছেলে ও স্থানীয় গর্ন্ধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
সামিনের বাবা শহীদ আলম জানান, শনিবার দুপুর ১টায় তার সহপাঠী সোহায়েম, নয়ন, ইমতিয়াজসহ কয়েজনের সঙ্গে বাড়ির সামনে লেকে গোসল করতে নামে। সাঁতার না জানায় সামিন পানিতে তলিয়ে যায়। দুপুর দেড়টার দিকে লেকের পানিতে মাহাদীর মরদেহ ভেসে উঠে। এ সময় আশপাশে লোকজন সামিনকে উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এএটি