শনিবার (১৭ আগস্ট) দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, বেলা ১১টার দিকে শরীয়তপুর জেলা শহরের ইতালী প্লাজা সংলগ্ন শরীয়তপুর-ঢাকা সড়কে একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে কাজল গুরুতর আহত হন।
কাজল শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচড়া গ্রামের কাশেম চৈয়ালের ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এনটি