শনিবার (১৭ আগস্ট) ভোরে পাবনা জেলার সাথিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিদ্দিকুর রহমান শাহজাদপুর উপজেলার রাওতারা গ্রামের আরজান আলীর ছেলে।
শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আসলাম হোসেন বাংলানিউজকে জানান, ১৯৯৭ সালের ৫ মার্চ শাহজাদপুর পৌর শহরের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার সিদ্দিক হোসেনের কিশোরী মেয়ে সাথী খাতুনকে একা পেয়ে ধর্ষণের পর হত্যা করেন সিদ্দিকুর রহমান। এ ঘটনায় ওই কিশোরীর মা মালেকা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেন। ওই বছরের ২৭ মার্চ সিরাজগঞ্জ আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এরপর আদালতে আসামির অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
মামলার পর থেকেই সিদ্দিকুর রহমান পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে পাবনার সাঁথিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এনটি