রোববার (১৮ আগস্ট) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
অপরদিকে ধর্ষণের ঘটনার পর জন্ম নেওয়া শিশুটিকে সাবালক (২১ বছর) না হওয়া পর্যন্ত তার যাবতীয় খরচ রাষ্ট্রকে বহন করার নির্দেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামি আফজাল বেপারি পলাতক। সে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া এলাকার বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া এলাকার আফজাল বেপারি তার বাড়ির পাশের ১৯ বছরের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এতে ওই তরুণী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে আফজালকে জানায়। কিন্তু সে নানা তাল-বাহানা শুরু করলে ভিকটিমের পরিবার বিষয়টি স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানকে জানায়। চেয়ারম্যান স্থানীয়ভাবে কোনো সমাধান না করতে পারলে থানা পুলিশকে অবহিত করেন।
পরে এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ২০১০ সালের ২১ জানুয়ারি একটি মামলা করেন। মামলার সময় ভিকটিম ৮ মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন। একই বছরের ১১ মার্চ গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম মৃধা আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামির বিরুদ্ধে আজ এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এমএস/এইচএডি