ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
রূপগঞ্জে মাদকবিক্রেতা আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আলী হোসেন নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ আগস্ট) রাতে উপজেলার কালনী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।  পরবর্তীতে রোববার (১৮ আগস্ট) তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আটক আলী হোসেন নরসিংদী জেলার মাধবদী থানার চরপাড়া এলাকার মোকলেচ মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, শনিবার রাতে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালীন কালনী এলাকায় ইয়াবা বিক্রির সময় আলী হোসেনকে ৫৩ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তীতে রোববার তাকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।