রোববার (১৮ আগস্ট) দুপুরে শরিফুলকে আদালতে পাঠালে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।
এরআগে, শনিবার (১৭ আগস্ট) রাতে ওই কলেজছাত্রীর বাবা সাটুরিয়া থানায় মামলা করেন।
শরিফুল ইসলাম দরগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দরগ্রাম ইউনিয়নের তেবারিয়া গ্রামে তারু মিয়ার ছেলে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল কালাম বাংলানিউজকে বলেন, শরিফুলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে শরিফুল ইসলাম ওই কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। শনিবার শরিফুল ওই ছাত্রীকে এক বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে শরিফুলকে পুলিশে ধরিয়ে দেয়। পরে রাতে ওই কলেজছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় শরিফুলকে গ্রেফতার দেখানো হয়।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এনটি