ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বাস খাদে পড়ে আহত ২১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
কিশোরগঞ্জে বাস খাদে পড়ে আহত ২১

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কামালিয়ারচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২১ জন যাত্রী আহত হয়েছেন। 

রোববার (১৮ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, বিকেলে ময়মনসিংহ থেকে ভৈরবগামী শ্যামল ছায়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে আহত হন অন্তত ২১ জন যাত্রী। আহতরা কিশোরগঞ্জ ২৫০-শয্যার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে এর মধ্যে দু’জন হাসপাতালটিতে চিকিৎসাধীন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বাসটি উদ্ধার করেছে। দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।