রোববার (১৮ আগস্ট) রাজধানীর ইস্কাটন ও বনানীতে দুই ভবন মালিককে দণ্ড দেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এ আদালতের নেতৃত্ব দেন।
এসময় ইস্কাটন রোডের ৫৬ নম্বর বাড়ির বেজমেন্টে প্রচুর এডিস মশার লার্ভা ও এডিস মশা বংশবিস্তারের অনুকূল পরিবেশ পাওয়া যায়। এ অপরাধে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী বাড়ির কেয়ারটেকার আব্দুল বারেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই সঙ্গে বনানী ৬ নম্বর সড়কের একটি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ার অপরাধে একই আইন অনুযায়ী বাড়ির ম্যানেজারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া বাসা-বাড়ি পরিচ্ছন্ন রাখার বিষয়ে ইস্কাটন রোড এবং বনানী এলাকার ১০টি বাড়ির মালিক ও কেয়ারটেকারদের সতর্ক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ১৮,২০১৯
এসএইচএস/এএ