রোববার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে এ দুর্ঘটনার পর ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস, পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনটি আটকা পড়েছে।
কোটচাঁদপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাওসার মাহমুদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটির 'ঢ' বগির চারটি চাকা লাইনচ্যুত হলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-১ মনিরুজ্জামান মনির বাংলানিউজকে জানান, খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন নিয়ে রাত ৯টায় ঈশ্বরদী জংশন স্টেশন থেকে উদ্ধারকর্মীরা রওনা হয়েছেন। রিলিফ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছাতে কমপক্ষে তিনঘণ্টা সময় লাগবে। তারপর উদ্ধারকাজ শুরু হবে।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এসএইচ