রোববার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
রাহাত কাঁঠালবাড়ী গ্রামের আব্দুর রহিমের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেল পৌনে ৫টার দিকে মাঠে খেলতে গিয়ে একই গ্রামের খয়বর আলীর ছেলে রফিকুলের সঙ্গে রাহাতের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রফিকুল ও তার সহযোগীদের মারধরে ঘটনাস্থলেই রাহাতের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আফজাল হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় ধলি বেগম (৪৮) ও রুবেল (২৬) নামে দুইজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এনটি