এর মধ্যে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৬৩ জন, বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জনসহ বিভিন্ন উপজেলা হাসপাতালে ১৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৮৫২ জন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, এ জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। তবে এখনও তা নিয়ন্ত্রণে রয়েছে।
ডেঙ্গু রোগীদের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে একটি ব্লাডসেল কাউন্টার মেশিন আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এমএইচএম