রোববার (১৮ আগস্ট) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক সহদেব চন্দ্র রায় তাদের জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়া অন্যান্য ব্যক্তিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সাবেক পৌর মেয়র উপজেলা কৃষক লীগের সদস্য ইলিয়াস হোসের বাবলু, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক একে আজাদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আশরাফ আলী, উপজেলার খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা শ্রমিক লীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ শামীম, মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবীর খান হুকুম আলী, বালাগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমেদ হোসেন, খুটামারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান সরকার প্রমুখ।
নীলফামারীর জলঢাকা উপজেলায় শোক দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া পাল্টাপাল্টি মামলায় এলাকায় গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ০২৫১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এমএইচএম