ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ভুয়া চাকুরিদাতা যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
পঞ্চগড়ে ভুয়া চাকুরিদাতা যুবক গ্রেফতার পঞ্চগড়ের মানচিত্র

পঞ্চগড়: বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে চাকুরি দেওয়ার কথা বলে পঞ্চগড়ে ৭ জনের কাছ থেকে ৩৩ লাখ টাকা আত্মসাৎ করা সেই সোহাগ রানাকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। তবে তার বাবা ফরিদুল ইসলাম এখনো পলাতক রয়েছেন।

এ ঘটনায় রোববার (১৮ আগস্ট) আব্দুল গফফার নামে একজন অভিযুক্ত সোহাগ রানা ও তার বাবা ফরিদুল ইসলামের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বাদী আব্দুল গফফার বাংলানিউজকে জানান, ফরিদুল ইসলাম ও তার ছেলে সোহাগ রানা তার ছেলে সৌরভ হোসেনসহ বিভিন্ন এলাকার ৭ যুবককে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে জনপ্রতি আড়াই থেকে ৫ লাখ টাকা করে মোট ৩৩ লাখ টাকা হাতিয়ে নেন।

টাকা নিয়ে তারা সেনাবাহিনীর লোগো সম্বলিত জাল নিয়োগপত্রও সরবরাহ করেন। এক পর্যায়ে ভুক্তভোগী যুবকরা জানতে পারেন তাদের জাল নিয়োগপত্র সরবরাহ করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে ফরিদুল ইসলাম ও সোহাগ রানা গা ঢাকা দেন। পরে শনিবার (১৭ আগস্ট) দিনগত রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা বাজারে স্থানীয়রা সোহাগ রানাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) একরাম আলী সোহাগের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, প্রতারণার অভিযোগে গ্রেফতারকৃত সোহাগ রানাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত সোহাগ রানার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের নাককাটি এলাকায়।

বাংলাদেশ সময়: ০৩০৭ ঘন্টা, আগস্ট ১৯, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।