রোববার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি চট্টগ্রাম জেলার চাঁদগাও থানার কালুরঘাট গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি বাংলাদেশি এক পাসপোর্টধারী যাত্রী ভারত থেকে ফেরার পথে বিপুল পরিমাণ রুপি এনে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অপেক্ষা করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ১৭ লাখ ৬০ হাজার ভারতীয় রুপি ও ২ লাখ বাংলাদেশি টাকাসহ জমির উদ্দিনকে আটক করা হয়।
আটক জমিরের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ০৫১৫ ঘন্টা, আগস্ট ১৯, ২০১৯
এমএইচএম