রোববার (১৮ আগস্ট) রাত সাড়ে ১২টায় ভোলাইল বড় মসজিদের পাশে মায়ের দোয়া অটো ও ব্যাটারির দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে প্রায় ২ ঘন্টা ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটের চেষ্টার পর রাত ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
মায়ের দোয়া অটো ও ব্যাটারির মালিক জাহিদুল ইসলাম জাহিদ জানান, রাতে হঠাৎ করে আগুন লাগার খবর পেয়ে তিনি ছুটে আসেন। দোকানে সব মিলিয়ে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। বেশীরভাগ ব্যাটারিই ঈদের আগে নতুন কিনে রাখা হয়েছিল।
বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এমএইচএম