শুক্রবার (১৬ আগস্ট) ৪ আর ৭ বছরের সন্তান ঘরে রেখে গিয়েছিলেন। সদ্যজাত সন্তানকে নিয়ে নতুন স্বপ্নের বুনতে ফিরছিলেন নীড়ে।
কথাগুলো বলছিলেন দিনমজুর মো. বাবুল (৩৩)। বাংলানিউজের সামনে জমানো কষ্ট চেপে বললেন, ওই (শুক্রবার) রাতে আমাদের বাড়িওয়ালা ঘর থেকে বেরিয়ে আসার সময় আমার দুই সন্তানকে নিয়ে রাস্তায় চলে আসেন। তার জন্য (বাড়িওয়ালা) আমার সন্তান দুটিকে ফিরে পেয়েছি। সেদিন অন্য কিছু হতে পারতো। আল্লাহ রক্ষা করেছে। কিন্তু সহায়-সম্বল সবই গেছে। এখন স্ত্রী-সন্তান নিয়ে কোথায় যাব কিছুই জানি না।
বাবুলের স্ত্রী ফাতেমা আক্তার (২৭) বলেন, প্রথম দুই দিন অন্যের বাসায় ছিলাম। আজ (রোববার) ১১ দিনের সিজারের বাচ্চা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি। ডাক্তার বলেছে বিশ্রাম ও নিয়মিত ওষুধ খেতে। কি করব, কোথায় যাব কিছুই মাথায় আসছে না। এ কোন পরীক্ষার মধ্যে আছি? আমার গেদুগুলার (সন্তানদের) কি হবে?
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলন্তিকা ঝিলপাড় বস্তিতে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের চেষ্টায় আগুন প্রায় চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। এই বস্তিতে ২০-২৫ হাজার ঘর এবং এসব ঘরে প্রায় ৫০-৫৫ হাজার লোকের বসবাস ছিল বলে সিটি করপোরেশন সূত্রে জানা গেছে। এখন তাদের প্রায় সবাই গৃহহীন।
বাংলাদেশ সময়: ০৬৩৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এমএমআই/এমএইচএম