রোববার (১৮ আগস্ট) রাতে তাকে আটক করা হয়। শামীম সৈয়দপুর শহরের হাতিখানা অবাঙালি ক্যাম্পের মৃত শফিক মিয়ার ছেলে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বাংলানিউজকে জানান, স্টেশনে কুলির কাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিলেন শামীম। গোপন সংবাদে রাতে অভিযান চালিয়ে ওই স্টেশন থেকে তাকে আটক করা হয়। সেসময় তার কাছ থেকে জব্দ করা হয় ১৫ শোভন চেয়ার আসনের নয়টি টিকিট, নগদ পাঁচ হাজার টাকা ও দু’টি মোবাইল ফোন।
কালোবাজারির দায়ে রাতেই তার নামে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এসআরএস