ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুমেক হাসপাতালে এক ডেঙ্গুরোগীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
খুমেক হাসপাতালে এক ডেঙ্গুরোগীর মৃত্যু

খুলনা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই নিয়ে ডেঙ্গুতে খুলনায় মোট ৫জনের মৃত্যু হলো।

সোমবার (১৯ আগস্ট) সকাল ৭টায় ওই রোগীর মৃত্যু হয়। মৃত মিজানুর পেশায় সবজিবিক্রেতা ছিলেন।

খুমেক হাসপাতালের আ‌বা‌সিক ফি‌জি‌সিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গুরোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ১৫ আগস্ট (বৃহস্পতিবার) মিজানুর রহমান খুমেকের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হ‌য়ে‌ছি‌লেন। মৃত মিজানুর রহমানের বাড়ি রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।