পুলিশ জানায়, নার্স পদে চাকরি দেওয়ার আশ্বাসে রোববার (১৮ আগস্ট) বিকেলে নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় পদ্মা জেনারেল প্রাইভেট হাসপাতালে পাঁচ গারো তরুণীকে ডেকে আনা হয়। সাক্ষাৎকার গ্রহণের এক পর্যায়ে ওই গারো তরুণীকে অপারেশন থিয়েটার দেখানোর কথা বলে নিয়ে যান ম্যানেজার সোহেল রানা আলম।
পরে সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালান। এসময় ওই চার গারো তরুণী মেয়েটিকে উদ্ধার করে। রোববার (১৮ আগস্ট) রাতে এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
সোমবার (১৯ আগস্ট) সকালের দিকে বিষয়টি জানাজানি হয়। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান সকালে বাংলানিউজকে বলেন, হাসপাতালটির মালিক বিষয়টি আপস মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। নিজেদের মধ্যকার আলোচনার এক পর্যায়ে ম্যানেজার সটকে পড়েন।
পরে রোববার (১৮ আগস্ট) রাতে তাকে হাসপাতালে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পলাতক ম্যানেজার সোহেল রানা আলমকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এমএএএম/এএ