সোমবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানী-পুঠিয়া সড়কের জামনগর ইউনিয়নের পকেটখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর ওই ইউনিয়নের মাঝপাড়া গ্রামের আহম্মদ আলী মাস্টারের ছেলে এবং আহত সৈকত একই গ্রামের চরপাড়া এলাকার তৈয়ব আলীর ছেলে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বাংলানিউজকে জানান, সাগর তার সহপাঠী বন্ধু সৈকতকে সঙ্গে নিয়ে শখের বসে তার বাবার মোটরসাইকেল নিয়ে আড়ানী-পুঠিয়া সড়কে চালাচ্ছিল। পথে পকেটখালি এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয় এবং সৈকত আহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাগরের মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত সৈকত বাগাতিপাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এসআরএস