সোমবার (১৯ আগস্ট) বিকেলে র্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রোববার (১৮ আগস্ট) দিনগত রাতে উপজেলার তারাব এলাকায় অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- খোকন (৫৪), জাহাদ (৪৫), সুজন (৩৯), গোলাম মহিউদ্দিন (৪৭), হালিম (৪২), রমজান আলী (৪৫), রতন মিয়া (৩৮) এবং মনসুরকে (৪২) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে তিন মাস করে এবং মোজাম্মেল হক (৩৯) ও ইব্রাহীমকে (৪২) জুয়া খেলার অপরাধে ১৫ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে, র্যাব-১১ এর সদস্যরা তারাব এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ মো. ফারুক হোসেন রিপন নামে এক মাদকবিক্রেতা আটক করে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৭ হাজার ১০০ টাকা জব্দ করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
আরআইএস/