সোমবার (১৯ আগস্ট) দুপুরে নগরের খালিশপুর নয়াবাটি এলাকায় রেল লাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার দাস বাংলানিউজকে জানান, খুলনা থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।
পরে খবর পেয়ে জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান ওসি অসীম।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এমআরএম/আরআইএস/