সোমবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি ডলুঝিরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রিয়াজ পৌরসভা এলাকার ৩ নম্বর ওয়ার্ড হাসপাতাল পাড়ার বাসিন্দা মো. শাহ আলমের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে রিয়াজকে নিয়ে তার বাবা-মা পার্শ্ববর্তী ওই গ্রামের খামার বাড়িতে কাজ করতে যান। সেখানে একটি পুকুর পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে ডুবে যায় রিয়াজ। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লামা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিন্টু কুমার সেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এসআরএস