মাদারীপুর: ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের বন্দোরখোলা এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় বন্দোরখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শিকদার (৫৫) নিহত হয়েছেন।
সোমবার (১৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে বন্দোরখোলা এলাকায় রাস্তা পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর দেড়টার দিকে বাবুল শিকদার মোটরসাইকেলে করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান।
বিয়ে বাড়ির কাছে মোটরসাইকেলটি রেখে মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত তিনি। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাবুল শিকদার বন্দরখোলা ইউনিয়নের শিকদার কান্দি গ্রামের ওহাব শিকদারেরর ছেলে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বাসটি আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।