সোমবার (১৯ আগস্ট) মেয়রের নির্দেশে সাপুড়ে এনে রাজস্ব কর্মকর্তার দফতর থেকে ২টি গোখরাসহ চারটি এবং মাতৃমঙ্গল হাসপাতালের সংরক্ষিত এলাকা থেকে ২টি বিষধর সাপ উদ্ধার করা হয়।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে সাপুড়ে মো. বোরহান উদ্দিন জালালীসহ ৭ সদস্যের একদল সাপুড়ে এ সাপগুলো ধরতে সক্ষম হন।
মেয়র জানান, গত কিছু দিন থেকে নগরীর জিন্দাবাজারে রাজস্ব কর্মকর্তার দফতর ও মাতৃমঙ্গল হাসপাতাল এলাকার সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন কাজ করতে গিয়ে শ্রমিকরা সাপের উপস্থিতি বুঝতে পারে। সোমবার সকালে সাপুড়ে ডেকে সাপগুলো ধরা হয়।
সাপুড়ে মো. বোরহান উদ্দিন জালালী বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে কড়ি চালান দিয়ে বুঝতে পারি অনেকগুলো বিষধর সাপ রয়েছে। পরে ২টি গোখরাসহ ৬টি সাপ ধরতে সক্ষম হই। তবে এখানে গোখরাসহ আরও বিষধর সাপ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এনইউ/এইচএডি