সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, সন্ধ্যায় দেওয়ালিয়াবাড়ি এলাকায় করিম স্পিনিং মিলের পাশে নিজাম উদ্দিনের টিনশেডের একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন ও সেলিম মিয়ারসহ ৮/১০টি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসেরর স্টেশন অফিসার মো. জাকারিয়া খান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
আরএস/আরবি/