ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

পাটকেলঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
পাটকেলঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটায় পোল্ট্রি ফার্মের বিদ্যুতের তারে স্পৃষ্ট হ‌য়ে আয়জান বি‌বি (৬০) না‌মে এক বৃদ্ধার মুত্যু হয়েছে। 

সোমবার (১৯ আগস্ট) দুপুরে পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়জান বিবি (৬০) ওই গ্রামের জনাব আলী সরদারের স্ত্রী।

 

স্থানীয় এলাকাবাসী জানান, দুপুরে আয়জান বিবি তার বাড়ির পাশে লাঠির মাথায় কাচি বেঁধে আম গাছের ডাল কাটছিলেন। এ সময় হঠাৎ অসাবধানতাবশত তার বাড়ির পাশ দিয়ে যাওয়া তৈলকুপি গ্রামের জনৈক শফি গাজীর পোল্ট্রি ফার্মের বৈদ্যুতিক তারে কাচিটির স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বাংলা‌নিউজ‌কে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।