সোমবার (১৯ আগস্ট) দুপুরে পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়জান বিবি (৬০) ওই গ্রামের জনাব আলী সরদারের স্ত্রী।
স্থানীয় এলাকাবাসী জানান, দুপুরে আয়জান বিবি তার বাড়ির পাশে লাঠির মাথায় কাচি বেঁধে আম গাছের ডাল কাটছিলেন। এ সময় হঠাৎ অসাবধানতাবশত তার বাড়ির পাশ দিয়ে যাওয়া তৈলকুপি গ্রামের জনৈক শফি গাজীর পোল্ট্রি ফার্মের বৈদ্যুতিক তারে কাচিটির স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
আরএ