সোমবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর শেরে বাংলা রোডের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে গত ১৫ আগস্ট ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বাবা ও দুই ছেলের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী এম এ মাজেদ সরকার।
গ্রেফতার দু’জন হলেন- মামলার প্রধান আসামি মাহমুদুর রহমান ও তার বাবা আবদুল কাদের। মামলার অপর আসামি মাহমুদুরের ভাই আরিফুর ইসলাম পলাতক।
সিআইডির উপ-পরিদর্শক (এসআই) মধুসূধন বর্মন জানান, বাদী ও আসামিরা ২০১০ সাল থেকে অংশিদারী ব্যবসা শুরু করেন। তারা যৌথ হিসেবে লেনদেন করতেন। ৪/৫ মাস আগে আসামিরা ব্যাংক থেকে সব টাকা তুলে নিয়ে বাদীকে বের করে দেন। পরে তিনি নগরীর সোনাডাঙ্গা থানায় মামলা করেন। আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এমআরএম/এইচএডি