সোমবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বেতাগ্রাম চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেলে যশোর-সাতক্ষীরা রুটের একটি যাত্রীবাহী বাস চুকনগর অভিমুখে আসার সময় বিপরীত দিক থেকে একটি রডবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এমআরএম/আরবি/