জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটিসহ মোট সাতটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় দেওয়ালিয়াবাড়ি এলাকায় করিম স্পিনিং মিলের পাশে নিজাম উদ্দিনের টিনশেডের একটি ঝুট গুদামে আগুন লাগে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান বাংলানিউজকে জানান, আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
আরএস/এনটি