সোমবার (১৯ আগস্ট) বাদ আসর রাজধানীর গুলশানস্থ নগর ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এরআগে, আলোচনা সভায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, জাতির পিতাকে হারিয়ে দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ হওয়ার নয়।
এসময় তিনি জনগণকে সর্বোচ্চ নাগরিক সেবা প্রদানের জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ শাহাদাত বরণকারী তার পরিবারের সকল সদস্য ও অন্যান্যের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মঞ্জুর প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩৫৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এসএইচএস/এনটি