সোমবার (১৯ আগস্ট) রাতে উপজেলার কয়ামজপুর গ্রাম থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে সন্ত্রাসীরা।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশিদা বানু কণা বাংলানিউজকে জানান, ওই স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে।
অভিযোগ বলা হয়, বখাটেদের হাত থেকে রক্ষা করতে ওই স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা তার বিয়ে ঠিক করে। আগামী ১০ সেপ্টেম্বর তার বিয়ের দিন ছিল।
অপরাধীরা চিহ্নিত হওয়ায় অভিযোগ পাওয়ার পরপরই ওই স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য তৎপরতা শুরু করেছে পুলিশ। দ্রুতই তাকে উদ্ধার করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এসএস/এনটি