সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে দুপুরে উপজেলার সূর্যনগর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়।
নিহত সাদ শিবচর উপজেলার গুপ্তেরচর নাজমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। সে দত্তপাড়া ইউনিয়নের গুপ্তেরচর গ্রামের মো. খাইরুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কে সূর্যনগর বাজার সংলগ্ন গুপ্তেরচর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়।
পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় সাদকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডি পপুলার হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের খালাতো ভাই রওশাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
আরএ