মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ছোট বাহাদুরপুর গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ইয়াসিন উপজেলার চালা ইউনিয়নের কচুয়া গ্রামের হুমায়ন আহমেদের ছেলে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শিশুটির শরীরে ও ডান চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইয়াসিনের সৎ মা নার্গিস বেগমকে অাটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে এটা হত্যাকাণ্ড না অন্যকিছু। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
আরএ