দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর জানায়, বাংলাদেশের গরিব মানুষের মধ্যে বিতরণের জন্য প্রতি বছরই খেজুর দিয়ে থাকে সৌদি সরকার। এই খেজুরের মধ্যে ১৮৩ কার্টন খেজুর ঢাকা জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে।
বরাদ্দপত্রে বলা হয়েছে, গত ১৬ আগস্ট মিরপুর-৭ নম্বর সেকশনের ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণের জন্য সৌদি সরকারের দেওয়া রাজকীয় ১৮৩ কার্টন খেজুর জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ দেওয়া হলো।
তবে খেজুরগুলো এখনও বরাদ্দ পাওয়া গেছে কিনা তা জানাতে পারেনি জেলা প্রশাসন।
গত ১৬ আগস্ট (শুক্রবার) মিরপুরের রূপনগর থানার পেছনের ওই বস্তিতে ভয়াবহ আগুন লাগে। তিন ঘণ্টার আগুনে পাঁচ শতাধিক ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিন হাজার পরিবার। সব হারিয়ে বস্তিবাসী এখন খোলা আকাশের নিচে বাস করছেন।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এমআইএইচ/জেডএস