মানিকগঞ্জ: মানিকগঞ্জে মাইক্রোবাসের চাপায় রাফি (৭) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি মানিকগঞ্জে সদর উপজেলার লেমুবাড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং স্থানীয় লেমুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুজ্জামান বাংলানিউজকে বলেন, দুপুরে স্কুল চলাকালে টয়লেটে যাওয়ার কথা বলে ক্লাস থেকে বের হয় রাফি।
কিন্তু সে টয়লেটে না গিয়ে চিপস কিনতে দোকানে যায়। বিদ্যালয়ের প্রবেশ গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় সাদা রঙের একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।