মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে বরিশাল র্যাব-৮ এর সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার দেওয়া তথ্যানুযায়ী, বসতঘর থেকে দু’টি ওয়ান শুটারগান, ছয় রাউন্ড কার্তুজ, তিনশ’ পিস ইয়াবা ও চারশ’ গ্রাম গাঁজা পাওয়া যায়।
এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করেছেন।
এদিকে, এমরানের বিরুদ্ধে পিরোজপুর ও ঝালকাঠি জেলার বিভিন্ন থানায় অপহরণ, মাদক ও অস্ত্রসহ পাঁচটি মামলা রয়েছে বলে র্যাবের পাঠানো বার্তায় জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এমএস/আরবি/