মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১১টায় নগরের ফকিরবাড়ি রোডের শিক্ষক ভবন হলরুমে বিপিইউএস-এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিপিইউএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বদিউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিপিইউএস-এর প্রধান সমন্ময়কারী মিঠু মধু, সদস্য নিপা আক্তার প্রমুখ।
এসময় বক্তরা বলেন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের ধারা-৩৭ এর (৪) নম্বর উপধারা সরাসরি সাংবাদিকদের পেশার সঙ্গে সম্পর্কিত। এই ধারা বাস্তবায়ন করতে হবে। এছাড়া প্রতিবন্ধীদের সুরক্ষায় সাংবাদিকদের পাশাপাশি সবাইকেই একযোগে কাজ করতে হবে।
২০১৭ সাল থেকেই বরিশালসহ সাতটি জেলায় জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা (এনজিডিও), প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ (এনসিডিডব্লিউ) ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়নে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এমএস/এসএ