বুধবার (২১ আগস্ট) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ডেঙ্গু রোগে ভর্তি হয়েছেন ১১৫ জন।
‘আর বুধবার হাসপাতালে ভর্তি খাদিজা আক্তার নিনা নামে এক নারীর মৃত্যু হয়েছে। ’
ব্রি জে নাসির উদ্দিন বলেন, একটু একটু করে ডেঙ্গু রোগে আক্রান্তদের ভর্তি হওয়ার সংখ্যা কমছে। সেই সঙ্গে গুরুতর ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। তাদের সর্বাত্তক চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ঢামেক হাসপাতালে ভর্তি হয়ে বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা গেলেন খাদিজা আক্তার নিনা।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এজেডএস/এমএ/