ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

ঘাটাইলে মাটির নিচ থেকে ৩৩ রাউন্ড গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
ঘাটাইলে মাটির নিচ থেকে ৩৩ রাউন্ড গুলি উদ্ধার

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে মাটির নিচ থেকে থ্রি নট থ্রি রাইফেলের ৩৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার নাটশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন ভেঙে মাটি খোঁড়ার সময় গুলিগুলো উদ্ধার করা হয়।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজগর হোসেন বাংলানিউজকে জানান, বিদ্যালয়ের উত্তর পাশে নতুন ভবন নির্মাণের কাজ চলছে।

পুরাতন ভবনের পরিত্যক্ত জায়গাটি থেকে মাটি খোঁড়া হচ্ছিল। ২ ফুট মাটি খুঁড়লে কাঁচের বোতলে থাকা গুলিগুলো বের হয়ে আসে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।  
ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া গুলিগুলো কতোদিনের পুরনো ও সেগুলো তাজা কী না সে বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। গুলিগুলো থানায় নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে এসব গুলি মুক্তিযুদ্ধ বা পরবর্তী সময়ের।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।