বুধবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার নাটশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন ভেঙে মাটি খোঁড়ার সময় গুলিগুলো উদ্ধার করা হয়।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজগর হোসেন বাংলানিউজকে জানান, বিদ্যালয়ের উত্তর পাশে নতুন ভবন নির্মাণের কাজ চলছে।
ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া গুলিগুলো কতোদিনের পুরনো ও সেগুলো তাজা কী না সে বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। গুলিগুলো থানায় নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে এসব গুলি মুক্তিযুদ্ধ বা পরবর্তী সময়ের।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এনটি