ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

এডিস মশার লার্ভা পাওয়ায় বাড়ির মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এডিস মশার লার্ভা পাওয়ায় বাড়ির মালিককে জরিমানা

নেত্রকোনা: নিজ বাড়ির আঙিনায় ময়লা-আবর্জনা জমিয়ে রেখে এডিস মশা সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখায় নেত্রকোনায় রুকনউদ্দিন নামে এক বাড়ির মালিককে জরিমানা করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) দুপুরে শহরের পাড়লা ঢাকা বাসস্টেশন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানকালে রোকনকে জরিমানা করা হয়। এ ঘটনার মধ্য দিয়ে বিভিন্ন জেলার পর নেত্রকোনায় এডিস মশার লার্ভা পাওয়া গেল।

 

কীটতত্ত্ববিদ মঞ্জুরুল বাংলানিউজকে জানান, রুকনউদ্দিনের বাড়ির সামনে অব্যবহৃত টায়ার জমানো ছিল। সেগুলোর মধ্যে এডিস মশার লার্ভা পাওয়া যায়। পরে নেত্রকোনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার কামাল বাড়ির মালিক রোকনকে এক হাজার টাকা জরিমানা করেন।

অভিযানকালে জেলা সিভিল সার্জন অফিসের কীটতত্ত্ববিদ মঞ্জুরুল হক, নেত্রকোনা পৌরসভার প্যানেল চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনসহ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেত্রকোনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুহাম্মদ আরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, জেলা প্রশাসন থেকে বিভিন্নভাবে মানুষকে ডেঙ্গু নিয়ে সচেতন করা হচ্ছে। চালানো হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান। আশা করা যায় সচেতনতার মাধ্যমেই এ সমস্যা অনেকটা মোকাবেলা করা সম্ভব।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. একেএম নিজামুল হাসান বাংলানিউজকে জানান, বুধবার (৩১ জুলাই) থেকে এখন পর্যন্ত নারী-শিশুসহ ৮৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এসব রোগীদের কেউই নেত্রকোনায় আক্রান্ত হননি।  

নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান বাংলানিউজকে জানান, পৌরসভার পক্ষ থেকে জনসচেতনতায় প্রতিদিন মাইকিং করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন এলাকা ঘুরে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে মশা নিধনে স্প্রে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।