বুধবার (২১ আগস্ট) ডিএসসিসির একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩টি কোম্পানির নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ১ লাখ ৫০ হাজার টাকা এবং ১০টি বাড়িতে এডিস মশার প্রজনন সহায়ক পরিবেশ দেখা যাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিএসসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয় কাঁঠালবাগান এলাকায়। অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবর আলীর নেতৃত্বে অভিযান চলে আজিমপুরের মধ্য কলোনিতে। নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ানের নেতৃত্বে অভিযান চলে সুবাস বোস অ্যাভিনিউ, দয়াগঞ্জ ও আরকে মিশন রোডে।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এসএইচএস/এইচএ/