বুধবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরের রায়নগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসময় চোরাই পথে আসা ভারতীয় সিগারেট ভর্তি একটি প্রাইভেট কারও (ঢাকা মেট্রো গ ১৩-৬৯০৩) জব্দ করা হয়।
আটক ইকবাল হোসেন জৈস্তাপুর উপজেলার ডৌডি এলাকার সাহাবুদ্দিনের ছেলে। জব্দ করা গাড়িতে ভারতীয় তৈরি ৩০ হাজার শলাকা জেড স্পেশাল ফিল্ডার সিগারেট পাওয়া যায়।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগর গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) চোরাই সিগারেটের চালানটি প্রাইভেটকার যোগে সীমান্ত থেকে সিলেট নগরীতে নিয়ে আসা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ সিগারেটের চালানটি জব্দ করে। আটককৃতের বিরুদ্ধে কোতোয়ালি মডেল বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এনইউ/এএটি