শনিবার (২৪ আগস্ট) দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে গোপালগঞ্জগামী কমফোর্ট হাইওয়ের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে ধুলদী বাজার সংলগ্ন ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়।
ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নূর আলম জানান, ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, আহতদের চিকিৎসার জন্য জেলা প্রশাসন থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯/আপডেট: ১৬২৫ ঘণ্টা
আরএ