শনিবার (২৪ আগস্ট) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্তের পরিপ্রেক্ষিতে জামালপুরের ডিসিকে ওএসডি করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার এ বিষয়ে আদেশ জারি হবে।
সম্প্রতি ফেসবুকে আপলোড করা চার মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিওতে জেলা প্রশাসক আহমেদ কবীরের খাস কামরায় যে নারীকে দেখা যাচ্ছে, তিনি সম্প্রতি নিয়োগ পাওয়া পিয়ন বলে স্থানীয়রা শনাক্ত করেছেন।
এদিকে, ভিডিওটি সত্য কি-না, সে বিষয়ে জানার চেষ্টা করছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ) আ. গাফ্ফার খান শনিবার সন্ধ্যায় বাংলানিউজকে বলেন, বিভিন্ন লেভেলে বিষয়টি জানতে কাজ হচ্ছে।
‘ওই ভিডিওটি যেহেতু টেকনিক্যাল বিষয়, আইডেন্টিফাই করার বিষয়; ওগুলোর কাজ হচ্ছে। অন্যান্য এজেন্সিও কাজ করছে। ’
আরও পড়ুন>> ডিসির ‘ভিডিওর ঘটনা’ জানার চেষ্টায় মন্ত্রিপরিষদ বিভাগ
বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এমআইএইচ/টিএ