রোববার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে মেরিন ড্রাইভ সড়কের পাশে রূপপতি এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর বাংলানিউজকে জানান, সকালের দিকে রূপপতি এলাকার মেরিন ড্রাইভ সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
ওসি আরও জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। এখন পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা যায়নি। তার শরীরে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে বিরোধের জেরে পরিকল্পিতভাবে কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বাংলাদেশ সময়- ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এসবি/এইচজে